আপনার জিজ্ঞাসা
তাবলিগ শব্দের অর্থ কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯১৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে লাকসাম থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, তাবলিগ শব্দের অর্থ কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তাবলিক শব্দের অর্থ কী?
উত্তর : তাবলিক শব্দের অর্থ হলো পৌঁছানো। এটা হলো শাব্দিক অর্থ। কিন্তু বর্তমানে মানুষ মনে করে যেটা সেটা হলো, নির্দিষ্ট একটি গোষ্ঠী নির্দিষ্ট কিছু আকিকা মানুষের কাছে প্রচার করছেন। এটাকে দাওয়াতি কাজ হিসেবে এখন ধরছে এখন। যেটা আগে ছিল না। এটা পরে শুরু হয়েছে। আগের প্রেক্ষাপট একরম ছিল এখন আরেকরকম প্রেক্ষাপট। এতে এই ব্যাপারটিতে বিশাল পরিবর্তন এসেছে। এটা দীর্ঘ আলোচনার বিষয়।