আপনার জিজ্ঞাসা
তাবিজ শিরক হলে এতে উপকার হয় কেন?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০০২তম পর্বে ই-মেইলের মাধ্যমে মোস্তাক আহমেদ জানতে চেয়েছেন, তাবিজ শিরক হলে এর দ্বারা উপকার হয় কেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমরা জানি, তাবিজ পরা শিরক। কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে, বিভিন্ন সমস্যার জন্য তাবিজ নিয়ে উপকার পেয়েছি। এখন আমার প্রশ্ন হলো, তাবিজ শিরক হলে এতে উপকার হয় কেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যেটা জানতে চেয়েছেন এক্ষেত্রে বলব, তাবিজে যে উপকার হয়েছে বলে আপনি উল্লেখ করেছেন এটার নিশ্চয়তা আপনি কোথায় পেলেন? আল্লাহ মানুষকে অসুস্থতা দেন আবার আল্লাহই সুস্থ করেন। সুতরাং আরোগ্য আল্লাহ ছাড়া আর কেউ দিতে পারে না। আপনি তো পুরোপুরি আল্লাহর কাজের বিরুদ্ধে চলে গেছেন। কারণ, আল্লাহই একমাত্র সুস্থতা দান করেন। এ ব্যাপারে রাসুল (সা.) হাদিসে বলেন, " হে আল্লাহ আপনি মানুষের রব, আপনি মানুষের সব সমস্যা দূর করে দিন, সমস্ত অসুস্থতাকে দূর করে দিন, আপনিই সবাইকে শিফাদান করে দিন, আপনি একমাত্র একমাত্র শিফাদানকারী।"
এই বক্তব্য থেকে স্পষ্ট যে, আল্লাহ শিফাদানকারী। এ ছাড়া দুনিয়ার কোনো উপায় উপকরণ যদি উপকারে আসে সেটা প্রমাণিত ও অভিজ্ঞতালব্দ ও বস্তুনিরপেক্ষতা থাকতে হবে। এমন কিছু প্রমাণিত হয়নি যে, তাবিজের মাধ্যমে উপকার হতে পারে! আল্লাহ তাবিজকে শিফাদানকারী করেননি। সুতরাং এটি শিরক। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।