আপনার জিজ্ঞাসা
তারাবির সময় ঈমামের সঙ্গে সুরা ফাতিহা পড়তে হবে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১ম পর্বে টেলিফোনের মাধ্যমে ফারুক আহমেদ জানতে চেয়েছেন, তারাবির সময় ঈমামের সঙ্গে সুরা ফাতিহা পড়তে হবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তারাবির সময় ঈমামের সঙ্গে সুরা ফাতিহা পড়তে হবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জামাতে নামাজ পড়ার সময় ঈমামের পেছনে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়া যাবে কি না এ নিয়ে আলেমদের মধ্যে একাদিক মত আছে। এ ক্ষেত্রে আমরা যে বক্তব্যটিকে আমরা যোগ্য বলে মনে করি সেটা হলো—সুরা ফাতিহা পড়বেন। রাসুল (সা.) এর একাদিক হাদিসে আছে, ‘যে ব্যক্তি সুরা ফাতিহা পড়বে না তার সালাতই হবে না।’ এতে বোঝা যায়, সুরা ফাতিহা পড়াটা কতটা গুরুত্বপূর্ণ। তাই ঈমামের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়লেও সুরা ফাতিহা পড়বেন। তবে ঈমামের সঙ্গে সঙ্গে নয়, ঈমামের পর পড়বেন। আপনি মনে মনে পড়বেন। অবশ্যই আওয়াজ করে পড়বেন না।