আপনার জিজ্ঞাসা
তাড়াতাড়ি বিয়ে হওয়ার আমল কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮০৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কোনো আমল আছে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কারও বয়স বেড়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। আমার প্রশ্ন হলো, তাড়াতাড়ি বিয়ে হওয়ার জন্য কোনো আমল আছে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। কারও বিয়ে হচ্ছে না—এর জন্য তিনি আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবেন। এক মাস একাধারে তাহাজ্জুদের সালাতের পর তিনি আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহর কাছে চাইবেন। তাহলে আমরা আশা করি যে, তাঁর বিয়ে হয়ে যাবে। এ ধরনের প্রশ্ন আগেও আমাদের করা হয়েছিল, তখন আমরা এটাই করতে বলেছি। এরপর ফোন দিয়ে দুজন জানিয়েছেন, তাঁদের বিয়ে হয়েছে। আল্লাহ যে সময় দোয়া কবুল করেন, সে সময় বান্দা চাইলে তিনি কবুল করেন। অপেক্ষা করতে হবে, বান্দা অস্থির হলে চলবে না। তাই বলব, দোয়া কবুলের সময়ে আপনি বেশি বেশি দোয়া করবেন। আপনি আল্লাহর কাছে বেশি বেশি চাইলে ইনশাআল্লাহ, আল্লাহ আপনার আশা পূরণ করবেন।