আপনার জিজ্ঞাসা
তেলাওয়াতের সিজদা দেরি করে দেওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে বগুড়া থেকে ফাতেমা জানতে চেয়েছেন, তেলাওয়াতের সিজদা কি দেরি করে দেওয়া যাবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : তেলাওয়াতের সিজদা কি দেরি করে দেওয়া যাবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তেলাওয়াতের সিজদা আয়াত পড়ার সঙ্গে সঙ্গে করাই হলো সুন্নাহ। কেউ কেউ এটিকে আবার বলেছেন ওয়াজিব। কিন্তু, সুন্নাহ হচ্ছে আসল কথা। ওই আয়াতের নির্দেশনাই হলো সিজদা করা। এখানে দেরি করার কোনো প্রশ্নই আসে না। দেরি হলে আল্লাহর নির্দেশ অমান্য করা হয়। এটি তেলাওয়াত করার সঙ্গে সঙ্গেই আমাদের সিজদা দিতে হবে। এটাই ওই আয়াতের দাবি। আমরা কোরআন না বোঝার কারণে এটা হয়ে থাকে। এটা তো সম্ভব নয়। কারণ, আয়াতটি বুঝলে এমনিই আপনি সিজদাতে পড়ে যাবেন। কোরআন না বুঝে পড়ি বলে আমাদের এ ধরনের সমস্যা হচ্ছে।