আপনার জিজ্ঞাসা
দুই সিজদার মাঝে কোন দোয়া পড়তে হয়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৩০০১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে সিরাজ উদ্দিন জানতে চেয়েছেন, দুই সিজদার মাঝে কোন দোয়া পড়তে হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : দুই সিজদার মাঝে কোন দোয়া পড়তে হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ফরজ, ওয়াজিব ও সুন্নাত নামাজে দুই সিজদার মাঝখানে পড়ার জন্য অনেক দোয়া আছে। এইগুলো কিতাব দেখে স্পষ্ট করে শিখে নেওয়া উচিত। যেমন—আল্লাহুম্মাগফিরলি, ওয়ারহামনি, ওয়াহদিনি, ওয়া আফিনি, ওয়ারযুকনি এসব পড়তে হয়। এইগুলো হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। এ ছাড়া আরও দোয়া আছে। এইগুলো আপনি কিতাব দেখে শিখে নিবেন। যেসব দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় সেসব পড়তে পারেন। এই সময়ে অনেক পড়ার মতো অনেক দোয়া আছে।