আপনার জিজ্ঞাসা
ধূমপান করা কি ইসলামে হারাম?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯১৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে মোহাম্মদ ফরিদ জানতে চেয়েছেন, ধূমপান করা কি ইসলামে হারাম? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ধূমপান করা কি ইসলামে হারাম?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধূমপান নিয়ে আপনি জানতে চেয়েছেন। প্রথম কথা হলো—ধূমপান করার মৌলিক যে বিষয়টি সরাসরি কুরআন এবং হাদিসে সরাসরি স্পষ্ট আসেনি। কিন্তু ধূমপানের যে মৌলিক বিষয় এখানের তিনটি ব্যাপারে পৃথিবীর সমস্ত আলেমগন সহমত প্রকাশ করেছেন। প্রথমটি হলো—যে সকল জিনিস গ্রহণ করা মানুষের জন্য ক্ষতিকর, শরীরের জন্য ক্ষতিকর সেসব জিনিস খাওয়া বা পান করা হারাম। এটা নিয়ে আলেমদের কোনো দ্বিমত নেই। দ্বিতীয়টি হলো—যে সব বস্তু ব্যবহার বা খাওয়া মানুষের দরকার হয় না মানে অপচয় সেসব না করার কথাই আল্লাহ বলেছেন। মানে অপচয় করা যাবে না। তৃতীয়টি হলো—এমন বস্তু খাওয়া বা পান করা হারাম যেগুলো খেলে মানুষ থেকে গন্ধ আসে এবং পরিবেশের ক্ষতি হয়। এটা নিয়েও আলেমগন ঐক্যমত পোষণ করেছেন। উপরের তিনটি বিষয়ই ধূমপানের মধ্যে আছে। তাই আলেমদের মতে, ধূমপান করা হারাম। এটা হারাম না হওয়ার বিষয়ে কোনো দ্বিমত নেই।