আপনার জিজ্ঞাসা
নামাজ পড়া ব্যক্তি যদি সুদ খায় তাদের নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত,পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা ফতুল্লা থেকে বায়েজিদ জানতে চেয়েছেন, নামাজ পড়া ব্যক্তি যদি সুদ খায় তাদের ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নামাজ পড়া ব্যক্তি যদি সুদ খায় তাদের কী মুসলিম বলে? মনে করেন—নামাজ-রোজা সব করেও সুদ খাওয়া, মিথ্যা বলা, পরের হক নষ্ট করা মানুষকে নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। নামাজ-রোজা পড়েও সুদ-ঘুষ খান মানে পাপ কাজও করেন আবার মাঝে মাঝে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করেন। এরা হচ্ছে ওই ব্যক্তি যারা আল্লাহকেও খুশি করতে চায় আবার শয়তানকেও খুশি করেন। মানে দুজনকেই প্রভু মানেন। সুতরাং এই ব্যক্তি মুনাফিকের চেয়েও ভয়ংকর অপরাধী। কেউ সত্যিকার ঈমানদার হলে ঈমানের দাবি অনুযায়ীই চলবে। যদি তিনি ঈমানের দাবি পূরণ করতে না পারেন তাহলে নিশ্চিত তাঁর অন্তরে ঈমান নেই। মুখেই তিনি ঈমান রেখেছেন কিন্তু অন্তরে নেই। কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত করলে এক কথা। তখন তিনি তওবা করে নিতে পারেন। কিন্তু ইচ্ছাকৃত করলে তো আপনি ইসলামকে অবমাননা করলেন। এমন ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। আখিরাতেও তাঁর কোনো কল্যান হবে না।