আপনার জিজ্ঞাসা
নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯২৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে ইমরান জানতে চেয়েছেন, নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নামাজ বিশুদ্ধ হওয়ার পূর্বশর্ত কী?
উত্তর : ধন্যবাদ আপনাকে। খুবই ভালো একটি প্রশ্ন করেছেন আপনি। নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য আপনাকে তাহারাত করে পবিত্রতা অর্জন করতে হবে। আপনার নিয়ত বিশুদ্ধ রাখতে হবে। নামাজের যেই নিয়ত সেটা সঠিক ভাবে করতে হবে। নামাজের রীতিগুলো সঠিকভাবে জানতে হবে। সালাতের আহাকাম না জানলে আপনি আমল করতে পারবেন না। তাই এইগুলো পরিপূর্ণভাবে জানতে হবে। নামাজে পুরুষদের জন্য জামাতে সালাত আদায়ের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ওজড় ছাড়া জামাত মিস করবেন না। সবশেষ বলব, নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য অবশ্যই মনোযোগ ও বিনয় হতে হবে। অন্তরের উপস্থিতি রেখে মনোযোগ দিয়ে পরতে হবে। আর অবশ্যই নামাজের সময় শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে দূরে রাখতে হবে। আরও অনেককিছু আছে। এটা দীর্ঘ আলোচনার ব্যাপার। জেনে নেওয়ার চেষ্টা করবেন।