আপনার জিজ্ঞাসা
নারীরা পুরুষ চিকিৎকের কাছে পাইলসের অস্ত্রোপচার করতে পারবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৭১৯তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, কোনো নারী কি পুরুষ ডাক্তারের হাতে পাইলসের অপারেশন করতে পারবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোনো নারী কি পুরুষ ডাক্তারের হাতে পাইলসের অপারেশন করতে পারবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন পুরুষ চিকিৎসক দিয়ে নারীরা পাইলসের অপারেশন করতে পারবে কি না। যদি কোনো নারী না পাওয়ায় তাহলে পুরুষ চিকিৎসক দিয়ে করাতে পারবেন। এটি জায়েজ রয়েছে। তবে, যদি নারী চিকিৎসক পাওয়া যায় তাহলে উত্তম হলো নারী চিকিৎসক দিয়ে করানো। এগুলো হলো অত্যাবশকীয় মাসআলা। কারণ আপনি তো বাধ্য হয়ে করছেন। যেহেতু আপনি বাধ্য, সেহেতু পুরুষ চিকিৎসক দিয়ে করালেও সমস্যা নেই।