আপনার জিজ্ঞাসা
নারী কি নিজের কোরবানির পশু জবাই করতে পারবেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৩৩২তম পর্বে ই-মেইলের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুল বারী জানতে চেয়েছেন, নারী কি নিজের কোরবানির পশু জবাই করতে পারবেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : নারী কি নিজের কোরবানির পশু জবাই করতে পারবেন?
উত্তর : নারী তাঁর নিজের কোরবানির পশু জবাই করতে বাধা নেই। তবে, নারীর দুর্বলচিত্তের কারণে অনেক সময় বিষয়টি নিতে পারেন না। তাই, এ দায়িত্ব তাঁদের দেওয়া হয়নি। তবে, কোনো নারী যদি জবাই করেন, তাহলে তাঁর কোরবানি জায়েজ হবে না কিংবা শুদ্ধ হবে না—এটি বললে ভুল হবে। নারী কোরবানির পশু জবাই করলে, সেটি জায়েজ হবে। যুগে যুগে আসলে পুরুষই এটা করে এসেছে। কিন্তু, কোথাও যদি পুরুষ না পাওয়া যায়, তাহলে নারীই জবাই করতে পারবেন। এটি বৈধ। এ নিয়ে কোনো সমস্যা নেই।