আপনার জিজ্ঞাসা
পরিবহণে থাকলে কি কসর পড়া উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯১৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে শিউলি জাহান জানতে চেয়েছেন, পরিবহণে থাকলে কি কসর পড়া উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : পরিবহণে থাকলে কি কসর পড়া উচিত?
উত্তর : বাড়ির আশে-পাশে যদি কোথাও যান তাহলে আপনি মুসাফির নন। তখন আপনি বাড়ি এসেই নামাজ পড়তে পারবেন। এ ক্ষেত্রে কসর করা লাগবে না। তবে বাড়ি থেকে যদি অন্য শহরে যান তাহলে আপনি মুসাফির। যেমন—আপনি বাড়ি থেকে ৩০-৫০ কিলোমিটার দূরে যাচ্ছেন তখন কসর করবেন। এ ছাড়া, আপনি যখন পরিবহনে থাকবেন তখন আপনি মুসাফির। সবসময় বাহনে থাকলেই আপনি মুসাফির। যদি বাহনে থাকেন তাহলে আপনি ফিরে কসর করে নেবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।