আপনার জিজ্ঞাসা
পরের হক শোধ না করার শাস্তি কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৬তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকার মিরপুরের কাজীপাড়া থেকে আব্দুল মতিন জানতে চেয়েছেন, সামর্থ্য থেকেও পরের হক না শোধ করলে কী শাস্তি হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : সামর্থ্য থাকার পরেও যারা পরের হক দিচ্ছে না, পরকালে তাদের কী শাস্তি হবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সামর্থ্য থাকার পরেও যারা পরের হক ফেরত দিচ্ছে না, বা ইচ্ছাকৃতভাবে নষ্ট করছে, তারা তো জাহান্নামি। সরাসরি জাহান্নাম। আল্লাহ কোরআনে বলেছেন, তারা তো পেটে আগুন ঢোকাচ্ছে। এর শাস্তি তারা দুনিয়াতেও পেয়ে থাকে। তাদের যতই সম্পদ হয়, কোনো সুখ থাকে না, বরকত থাকে না। তাই, শুধু সম্পদের মালিক হলেই প্রকৃত শান্তি পাওয়া যায় না। এমন কাজ করা, আর জাহান্নামের প্রস্তুতি নেওয়া এক। যারা এসব ব্যাপারে সচেতন, তারা তো এসব করে না।