আপনার জিজ্ঞাসা
পাকা চুল তুলে ফেলা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৫১তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঝিনাইদহের বকুলতলা বাজার থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, পাকা চুল তুললে কি গুনাহ হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ৪০-এর ওপরে বয়স্ক নারী বা পুরুষের চুল পাকা থাকলে অনেকে তুলে ফেলেন। পাকা চুল তুলে ফেলা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না, এটা উচিত নয়। সাদা চুলগুলো তুলে নেওয়া ঠিক নয়। আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে মাকরুহ হিসেবে উল্লেখ করেছেন। সুতরাং, কারও চুল যদি সাদা হয়ে যায়, তাহলে তিনি তুলবেন না। না তোলাই উত্তম কাজ। তুললে মাকরুহ হবে। মাকরুহ আর গুনাহ এক নয়, সেটাও বুঝতে হবে। তবে, না তোলাটাই উত্তম।