আপনার জিজ্ঞাসা
প্রতি বৃহস্পতিবার কাজা রোজা রাখা যাবে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৬২২তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, প্রতি বৃহস্পতিবার রোজা রাখলে কাজা রোজা হিসেবে কবুল হবে কি না! অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমার কিছু সিয়াম কাজা হয়েছে। এখন যদি প্রতি বৃহস্পতিবার রোজা রাখি, তাহলে কি আমার কাজা রোজা কবুল হবে? আমি আরাফার সিয়াম, সাওয়ালের মাসের ছয় সিয়াম ও মহররমের সিয়াম পালন করে থাকি।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এখানে কী কারণে আপনি সিয়াম কাজা করেছেন, তা উল্লেখ করলে মাসায়ালা দেওয়া আমাদের জন্য সহজ হতো। প্রতি বৃহস্পতিবার সিয়াম পালন করলে আপনার যে সিয়াম আদায় করেননি, তা আদায় হয়ে যাবে। তা নিয়ে সন্দেহ নেই। আবার এই ক্ষেত্রে আপনি আরাফার সিয়াম, সাওয়ালের ছয় সিয়াম বা মহররমের সিয়াম পালন করেন, তাহলে এগুলো যে ফজিলত আছে সেগুলোও আপনি পেয়ে যাবেন।