আপনার জিজ্ঞাসা
প্রসূতিরা ৪০ দিনেও সুস্থ না হলে নামাজের বিধান কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৪০তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে মোহাম্মদ সুজন জানতে চেয়েছেন, প্রসূতিরা ৪০ দিনেও সুস্থ না হলে নামাজের বিধান কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোনো প্রসূতি নারী ৪০ দিনেও ভালো না হন, মানে এর পরেও যদি রক্ত দেখেন, তাহলে তার নামাজের বিধান কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি কোনো প্রসূতি নারীর ৪০ দিন পরও রক্তস্রাব দেখেন, তখন সেটিকে তিনি অতিরিক্ত হিসাবে ধরবেন। এটা অসুস্থতার কারণে হয়। সে ক্ষেত্রেও তিনি সালাত আদায় করবেন। এর জন্য প্রতিটি সালাতের আগেই তার অজু করতে হবে। এটা হলো সালাতের নিয়ম। এ ছাড়া সিয়ামও পালন করবেন। ৪০ দিনের অতিরিক্ত হলে সিয়াম থেকে আপনি বের হতে পারবেন না। এ ক্ষেত্রে তখন সিয়াম থাকলে, সিয়ামও পালনও করবেন। এটিই হচ্ছে বিধান।