আপনার জিজ্ঞাসা
প্রস্রাবের ছিটা লাগলে কি কাপড় নাপাক হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৪০তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, প্রস্রাবের ছিটা লাগলে কি কাপড় নাপাক হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : প্রস্রাবের ছিটা যদি কাপড়ে লাগে, তাহলে কি সেটি নাপাক হবে?
উত্তর : ধন্যবাদ আপনাকে। অবশ্যই, প্রস্রাবের ছিটা যদি কাপড়ে যায়, তাহলে তো কাপড় নষ্ট হবেই। এখন এটি নির্ভর করছে পরিমাণের ওপর। তবে, যদি এমন হয় যে, অনেক বেশি, তাহলে তো আপনার জামা-কাপড় নাপাক হবে। এর জন্য সতর্কতা অবলম্বন করতে হবে। এটি কবরের আজাবের একটি কারণ। এটি একটি শিষ্টাচার। তাই অবশ্যই শিষ্টাচার আপনাকে শিখতে হবে। যদি অল্প ছিটা আসে, তাহলে আপনি ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেললে তো আর কোনো সমস্যা নেই।