ফরিদপুরে চলছে সাত দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান
দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্বশান্তি কামনায় ফরিদপুর সদর উপজেলার চাদঁপুর গ্রামে রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে সাত দিনব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠান চলছে। গত বুধবার (১ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া এ মহানামযজ্ঞ অনুষ্ঠানের প্রথম পর্ব শনিবার রাতে অষ্টকালীন লীলা র্কীতনের মধ্য দিয়ে শেষ হয়। এরপর আগামী ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) কবি গানের মধ্য দিয়ে শেষ হবে ফরিদপুরের বৃহৎ এই ধর্মীয় অনুষ্ঠান।
উৎসব কমিটির সভাপতি ডা. সুনিল কুমার দাস জানান, অনুষ্ঠানে ১৬ প্রহরব্যাপী শ্রীশ্রী মহানাম, অষ্টকালীন গান, রামায়ণ গান ও কবি গান ছাড়াও বিভিন্ন ধরনের ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। শনিবার ভোর থেকে রবিবার ভোর পর্যন্ত অষ্টকালীন গান পরিবেশন করেন দেশের বিখ্যাত অষ্টকালিন শিল্পি শ্রীমতি তৃষ্ণা রানী দেবনাথ, শ্রীমতি পুষ্প রানী ও শ্রী ধর্মদাস সরকার।
উল্লখ্য, গত ১১৯ বছর যাবত ফরিদপুরের চাদঁপুর গ্রামের রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গনে এই বৃহৎ ধর্মীয় মহানামযজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।