আপনার জিজ্ঞাসা
ফি আমানিল্লাহ বলা কি বেদআত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার একটি পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, ফি আমানিল্লাহ বলা কি বেদআত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : ফি আমানিল্লাহ বলা কি বেদআত?
উত্তর : না, ফি আমানিল্লাহ বলা বেদআত নয়। তবে, এখানে সুন্নাহ আছে। সুন্নাহ অনুসরণ করাটাই হচ্ছে উত্তম কাজ। এর সঙ্গে বড় দোয়া আছে। সেটিসহ বলাটা হলো সুন্নাহ। কিন্তু দেখা যায়, আমাদের অনেকেই এ দোয়া জানেন না। তাই, শুধু ফি আমানিল্লাহ বলেন। এটা সাধারণ মানুষের বলাটা জায়েজ। এতে কোনো সমস্যা নেই। তবে, আমাদের উচিত রাসুল (সা.) বিদায় দেওয়ার সময় কী বলতেন, সেসব জেনে নেওয়া এবং পালন করা। শুধু ফি আমানিল্লাহ মানে হলো—আল্লাহর নিরাপত্তায় আপনাকে দিলাম। এটা বিদায়ের সময় বলে। তবে, এখানে আরও বড় দোয়া আছে, সেটি বই দেখে শিখে নেওয়া উচিত। তবে, দোয়া না পারলে শুধু ফি আমাননিল্লাহ বললেও হবে।