আপনার জিজ্ঞাসা
বাবা-মায়ের চাচার সামনেও কি পর্দা করে আসতে হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮০তম পর্বে ই-মেইলের মাধ্যমে আলেয়া আক্তার জানতে চেয়েছেন, বাবা-মায়ের চাচার সামনেও কি পর্দা করে আসতে হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বাবা-মায়ের চাচাদের সামনেও কি পর্দা করে আসতে হবে? আমি এক আপনাদের এক উত্তরে শুনেছি, তাদের সামনেও নাকি পর্দা করতে হবে।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বাবা-মায়ের আপন চাচা ও মামারা মাহারাম। তাদের সামনে পর্দা করে আসতে হবে না। আগের প্রশ্ন হয়তো অন্যভাবে করা হয়েছিল। সৎ চাচা-মামার প্রশ্নও থাকতে পারে। কিন্তু যদি আপন মামা কিংবা চাচা হন তাহলে সমস্যা নেই। তারা মাহারাম হবে। তাদের সামনে পর্দার বিধান পালন না করলে সমস্যা নেই।