আপনার জিজ্ঞাসা
বাসায় তারাবি পড়তে হলে কয় রাকাত পড়া উচিত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ১১তম পর্বে টেলিফোনের মাধ্যমে মোহাম্মদ জাফর জানতে চেয়েছেন, বাসায় বসে তারাবি পড়তে হলে কয় রাকাত পড়া উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বাসায় বসে তারাবি পড়তে হলে কয় রাকাত পড়া উচিত?
উত্তর : মসজিদ দূরে হলে আপনি বাসায় বসে তারাবির নামাজ পড়তে পারবেন। এ নিয়ে অসুবিধা নেই। তারাবির সালাত নফল কিংবা সুন্নত সালাত। সেক্ষেত্রে বাসায় পড়া যাবে। কিন্তু, এশার সালাত আপনাকে জামাতে পড়তে হবে। এখানে আপনাকে বুঝতে হবে। এখন দূর ব্যাপারটা আপেক্ষিক। এখানেই শয়তান ধোঁকা দেয়। পাঁচ কিংবা ১০ মিনিট দূরে হলে মসজিদেই পড়া উচিত। আর বেশি দূরে হলে ঘরেই পড়তে পারবেন। আর, বাসায় যেহেতু পড়বেন, আর দুই রাকাত করে যতটুকু পারবেন ততটুকুই পড়ুন। সমস্যা নেই তাতে। কিন্তু, সময় নিয়ে পড়বেন।