আপনার জিজ্ঞাসা
বিপর্যস্ত হওয়ার আশঙ্কা হলে দ্বীনদার নিজের মৃত্যু চাইতে পারবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৪২তম পর্বে ই-মেইলের মাধ্যমে আতাউর রহমান জানতে চেয়েছেন, বিপর্যস্ত হওয়ার আশঙ্কায় পড়লে দ্বীনদার ব্যক্তি নিজের মৃত্যু চাইতে পারবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমরা জানি, মৃত্যু কামনা করা নিষেধ। কিন্তু, বিপর্যস্ত হওয়ার আশঙ্কা হলে দ্বীনদার ব্যক্তি নিজের মৃত্যু কামনা করতে পারবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। না কোনো অবস্থাতেই মৃত্যু কামনা করার বিষয়টি কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। আপনি এখন কোন বিপদের কথা বলেছেন, সেটা স্পষ্ট করা উচিত। আপনি যদি ফিতনার আশঙ্কা করেন, তাহলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন ফিতনা থেকে মুক্ত রেখে মৃত্যু দেন। এটার মানে মৃত্যু কামনা নয়। এটি ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া। এটা ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া। এ ছাড়া মৃত্যু কামনা করা ঠিক নয়।