আপনার জিজ্ঞাসা
বিলাপ করে কান্না করলে কি মৃত ব্যক্তির শাস্তি হবে?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৯০তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে আব্দুল হান্নান জানতে চেয়েছেন, বিলাপ করে কান্না করলে কি মৃত ব্যক্তির শাস্তি হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : কোনো মানুষ মারা গেলে তার আত্মীয়রা বিলাপ করে। এভাবে কান্না করলে নাকি মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হয়। কথাটি কি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি যে কথাটি বলেছেন, এটি নিয়ে একটি হাদিস আছে। সেটা হলো—মৃত ব্যক্তিকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হবে তার পরিবারের কিছু কান্নার কারণে। সেই কান্নাটি হলো, বিলাপ। এটা তখন দেওয়া হবে যখন ওই ব্যক্তি মৃত্যুর আগে তার পরিবারকে বলে যাবেন যে, আমি মারা গেলে আমার জন্য বিলাপ করে কান্না করবেন। এমন যদি হয় তাহলে অবশ্যই ওই মৃত ব্যক্তিকে শাস্তি দেওয়া হবে। এটা আল্লাহর প্রতি অসন্তুষ্ট প্রকাশ করার মতো। তাই এটি কুফরি। তাই এটিকে মানা করা হয়েছে। কিন্তু কোনো মৃত ব্যক্তির পরিবার যদি অজান্তেই আবেগে কান্না করে তখন কবরে ওই মৃত ব্যক্তির শাস্তি হবে না।