আপনার জিজ্ঞাসা
বিড়ালের প্রজনন ক্ষমতা বন্ধ করা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৪০তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে সাজনিন কাদের জানতে চেয়েছেন, বিড়ালের প্রজনন ক্ষমতা বন্ধ করা কি জায়েজ? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমি অনেক ধরে বিড়াল পালি। এখন বাসায় বিড়াল পালার জন্য ওদের প্রজনন ক্ষমতা বন্ধ করা যাবে কি? বিড়ালের প্রজনন ক্ষমতা বন্ধ করা কি জায়েজ?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, জায়েজ রয়েছে। আপনি যদি এটি করতে চান, পারবেন। যেহেতু বিড়াল বা প্রাণীর ক্ষেত্রে এটি ত্রুটি নয়, তাই এসব করা জায়েজ রয়েছে। রাসুল (সা.)-এর সময় ধরে এসব প্রচলন আছে। যদি জায়েজ না হতো, তাহলে রাসুল (সা.) বিপক্ষে অবস্থান নিতেন। তাহলে বলব—এটি জায়েজ আছে। অনেক সময় এসব করার মাধ্যমে প্রাণীকে মোটাতাজাও করাও হয়। সে ক্ষেত্রে বলব—এটি জায়েজ আছে। আপনি করতে পারেন।