আপনার জিজ্ঞাসা
বিয়েতে সম্মিলিত মোনাজাত করা কি সঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৫৪তম পর্বে টেলিফোনের মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানতে চেয়েছেন, বিয়েতে সম্মিলিত মোনাজাত করা কি সঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিয়েতে সম্মিলিত মোনাজাত, গায়ে হলুদ, আতশবাজি কি জায়েজ? সম্মিলিত মোনাজাত নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিয়ের দিনে সম্মিলিত মোনাজাত, গায়ে হলুদ কিংবা আতশবাজি এসব জায়েজ নেই। বিয়েতে কনেকে সাজানো হয়, সেটা জায়েজ আছে। কিন্তু এসব রীতি জায়েজ নেই। আরেকটি কথা বলেছেন সম্মিলিত মোনাজাতের কথা। এদিন সবাই বর-কনের জন্য দোয়া করতে পারেন। এর জন্য নির্দিষ্ট দোয়া আছে। কিন্তু সেটা সম্মিলিত মোনাজাত নয়। মোনাজাত কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। যেই নির্দিষ্ট দোয়া সেটা সবাই করবে, এটাই রীতি। সহীহ পদ্ধতি।