আপনার জিজ্ঞাসা
বিয়ের আগে কি ঘুম বেশি আসে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮১০তম পর্বে ই-মেইলের মাধ্যমে ডাক্তার মনোয়ার হোসেন জানতে চেয়েছেন, মৃত্যু কিংবা বিয়ের আগে মানুষ বেশি ঘুমায়—কথাটি কি সঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মৃত্যু কিংবা বিয়ের আগে মানুষ বেশি ঘুমায়—কথাটি কি সঠিক?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন, মৃত্যু কিংবা বিয়ের আগে মানুষ বেশি ঘুমায় কি না। এ নিয়ে প্রথম কথা হলো—এসব, রাসুল (সা.)-এর কোনো হাদিস দ্বারা প্রমাণ হয়নি। কারও অভিজ্ঞতা প্রমাণ হয়েছে কি না, সেটা আমার জানা নেই। অসুস্থতার কারণে কারও ঘুম বেশি হতেই পারে। কারণ, শারীরিক দুর্বলতা হলে শরীর ঝিমিয়ে যায়, তখন ঘুম আসতে পারে। বিয়ের আগে কোনো ব্যক্তি যদি প্রাণবন্ত না থাকেন, তাহলে তো তিনি বিয়ের জন্যই মানসিকভাবে তৈরি নন। বিয়ের আগে তো তিনি প্রাণবন্ত থাকবেন। আরেকটি বলেছেন যে, মৃত্যুর আগে। অনেক লোক আছে মৃত্যুর আগে অসুস্থ থাকতে পারেন। তখন তো ঘুম আসতে পারে শারীরিক দুর্বলতার কারণে। কারও তো ঘুমের কারণে মৃত্যু হয়নি। এসব প্রমাণিত নয়। এসব কোথাও আসেনি বা এর ব্যাপারে কোনো দলিল নেই। কেউ এসব বলতে হলে অবশ্যই দলিল থাকতে হবে।