আপনার জিজ্ঞাসা
বিয়ের আগে কেমন অভ্যাস গড়ে তোলা উচিত?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৭৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে ইফতেখার হোসেন জানতে চেয়েছেন, বিয়ের আগে কেমন অভ্যাস গড়ে তোলা উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বিবাহ করা সুন্নাহ আমরা জানি। আমার প্রশ্ন হলো, বিয়ের আগে কেমন প্রস্তুতি নেওয়া উচিত? বিয়ের আগে কেমন অভ্যাস গড়ে তোলা উচিত? বিবাহিত জীবনে কী করলে আল্লাহ বরকত দেবেন? রাসুল (সা.) স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতেন?
উত্তর : ধন্যবাদ আপনাকে। বিবাহ সম্পর্কে জানা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। দাম্পত্য জীবনের সাফল্য এবং সুখ এই দুটি বিষয়ই মূলত বিবাহের জ্ঞান ও আদবের সঙ্ড়ে জড়িত। এসব নিয়ে জ্ঞান না থাকার কারণে অনেক বিয়ের বিচ্ছেদ হয়ে যায়। এ সম্পর্কে অনেক লম্বা আলোচনা রয়েছে। যা এখানে বিস্তারিত বলা সম্ভব নয়। আমি এই ব্যাপারে কয়েকটি বই পড়ার পরামর্শ দেব। যেমন—বিয়ে ও বিয়ের প্রস্তুতি নিয়ে জানতে হলে ‘বিবাহের বিধান’ নামের বইটি পড়েন। যেটা লিখেছেন, শেখ আব্দুল হামিদ আল ফাইজির লেখা। আরেকটি আছে ‘বিবাহ বা নিকাহ’ নামে। এটি ড. আব্দুল আজিজের লেখা। এইগুলো বাংলায় লেখা। এখন তো বইয়ের কোনে অভাব নেই। এখন এর মধ্যে কোনগুলো উত্তম সেগুলো বের করে পড়বেন। এরপর কোনো কিছু অস্পষ্ট লাগলে অবশ্যই কোনো যোগ্য আলমের সঙ্গে যোগাযোগ করে নেবেন।