আপনার জিজ্ঞাসা
বেদুইন কাদের বলা হয়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৩৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, বেদুইন কাদের বলা হয়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : বেদুইন কাদের বলা হয়?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বেদুইন সম্পর্কে জানতে চেয়েছেন। বেদুইন শব্দটি—আলবেদু থেকে এসেছে। বাংলায় এটিকে বেদুইন হিসেবে ধরা হয়। বেদুইন হলো—যারা যাযাবরের মতো বসবাস করে, কোনো শহরে বসবাস করে না। তারা অনেক দূরে বসবাস করে, মরুভূমিতে বসবাস করেন। এরা কোথাও স্থির থাকে না। শহর থেকে দূরে অবস্থান করে নিজেদের মতো করে। এরাই হচ্ছে বেদুইন।