আপনার জিজ্ঞাসা
ভাই অভাবে পড়লে জাকাত দেওয়ার বিধান কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৯০তম পর্বে ই-মেইলের মাধ্যমে চট্টগ্রাম থেকে একজন জানতে চেয়েছেন, ভাই অভাবে পড়লে জাকাত দেওয়ার বিধান কী? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ
প্রশ্ন : ভাই অভাবে পড়লে জাকাত দেওয়ার বিধান কী?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি আপনার ভাইকে জাকাত দিতে পারবেন। যদি তিনি ফকির-মিসকিন বা অনেক অভাবী হন তাহলে তিনি জাকাত নিতে পারবেন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ কোরআনে জাকাতের হকদারদের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে প্রথম দল হচ্ছে ফকির, দ্বিতীয় দল হচ্ছে মিসকিন। ফকির হচ্ছে যার কিছু নেই তারা। আর মিসকিন হলো, যার কিছু আছে কিন্তু পুরোপুরি চাহিদা পূরণ হয় না। কিন্তু আপনার আপন ভাই এত অভাবে তাকে আপনি জাকাতের অর্থ দিতে চাইছেন ব্যাপারটি জেনে অবাক হলাম। সে তো আপনার ভাই। ভাইকে না দিয়ে এই সম্পত্তি জমা রেখে কি করবেন। ব্যাপারটি খুবই অবাক করার! কারণ আত্মীয়দের হক তো আছে। আল্লাহ আত্মীয়তার সম্পর্ক নিয়ে কত বিধান দিয়েছেন। আপনি কী পালন করছেন সেটা? এটা ঠিক নয়।