মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ১৫তম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মসজিদে চেয়ারে বসে নামাজ পড়া নিয়ে ইসলাম কী বলে?
উত্তর : উনি বলছেন যে, কাউকে বাইরে থেকে মনে হচ্ছে পুরোপুরি সুস্থ। কিন্তু, তিনি মসজিদে এসে চেয়ারে বসে নামাজ পড়ছেন। এ ব্যাপারে বলব, কোনো ওজর ছাড়া চেয়ারে বসে নামাজ পড়লে হবে না। কিন্তু, তাঁর যদি কোনো ওজর থাকে, যেমন—তিনি সিজদাহ দিতে পারছেন না, পা ভাঁজ করতে পারছেন না, মানে বাধ্যতামূলক হয়ে গেছে তাঁর জন্য, তখন তিনি চাইলে চেয়ারে বসে পড়তে পারবেন। তখন এ ওজরের কারণে তাঁর সালাত হয়ে যাবে। আল্লাহ বলেছেন, তোমরা আল্লাহকে ভয় করো, যতটুকু তোমাদের সাধ্যে হয়। যেহেতু কোনো মানুষের সাধ্যের বাইরে চলে যায় যে, তিনি বসতে পারছেন না, তাহলে তিনি চেয়ারে বসলেও হয়ে যাবে। কিন্তু, ওজর ছাড়া করলে হবে না।