আপনার জিজ্ঞাসা
মসজিদে জামাতে সালাত না পড়লে কি মুনাফিক হয়ে যায়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৬৮তম পর্বে ই-মেইলের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, মসজিদে সালাত না পড়লে মুনাফিক হয়ে যায় কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মসজিদে জামাতে সালাত না পড়লে মুনাফিক হয়ে যায় কি না?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি এই কথাটি সঠিক। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যা বা কারণ ছাড়া যদি মসজিদে গিয়ে সালাত না আদায় করে তাহলে তার মধ্যে মুনাফিকি দেখা দেবে। মানে তার মধ্যে তাহলে মুনাফিকি রয়েছে। এটা একাদিক হাদিসে এসেছে। অনেক আলেমরা এর পক্ষে মত দিয়েছেন। সুতরাং কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে যদি জামাত বর্জন করেন তাহলে তার মধ্যে এক প্রকারের মুনাফিকি থাকে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটি নিয়ে সুস্পষ্ট হাদিস রয়েছে। তাই এটা নিয়ে প্রশ্ন করারও সুযোগ নেই। তবে কারও সমস্যা থাকে বা অসুস্থতা থাকে কিংবা মসজিদ অনেক দূরে থাকে তাহলে তাকে মুনাফিক ধরা হবে না। মুনাফিক শুধু তাদের বলা হয়, যারা ইচ্ছাকৃতভাবে কোনো কারণ ছাড়াই মসজিদে যায় না।