আপনার জিজ্ঞাসা
মসজিদে তালিমে অংশ নেওয়া জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন দিয়েছেন বিশিষ্ট আলেম শাইখ আহমাদুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৮৮তম পর্বে টেলিফোনের মাধ্যমে রাজবাড়ি থেকে আলিফ জানতে চেয়েছেন, মসজিদে কিছু গ্রন্থ থেকে যে তালিম হয়, সেই তালিমে অংশ নেওয়া যাবে কি না? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মসজিদে কিছু গ্রন্থ থেকে মাঝে মধ্যে যে তালিম হয়, সে তালিমে অংশ নেওয়া জায়েজ?
উত্তর : যেকোনো তালিম আমরা যখন গ্রহণ করব কোনো বই থেকে, সেটা যদি ভালো হয় তাহলে গ্রহণ করলে সমস্যা নেই। আর, যদি কোনোকিছু আমরা দেখি কোরআন ও হাদিসের সঙ্গে মিল নেই, সেগুলো গ্রহণ করা উচিত নয়। সেটা যেকোনো ক্ষেত্রেই প্রযোজ্য। কিছু কিছু বইয়ে তো দুর্বল হাদিসও থাকে। তাই যেটা কোরআন-হাদিসের সঙ্গে সম্পর্কযুক্ত সেগুলো আমরা গ্রহণ করব। আসলে একজন মুসলিমের এতটুকু ধারণা থাকা উচিত যে, আমরা কোনটি গ্রহণ করব, আর কোনটি বর্জন করব। এই ধারণা নিয়ে আপনি যেকোনো মজলিশ থেকেই তালিম নিতে পারবেন।