আপনার জিজ্ঞাসা
মহসিন হওয়ার গুণাবলী কেমন হবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৩০তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা থেকে ফাহিম চৌধুরী নামের একজন জানতে চেয়েছেন, মহসিন হওয়ার গুণাবলী কেমন হবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মহসিন হওয়ার গুণাবলী কেমন হবে?
উত্তর : মহসিন সম্পর্কে জানতে চেয়েছে আপনি। এ ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, যারা দুঃখ-কষ্ট ও সুখ—দুই অবস্থাতেই আল্লাহর রাস্তায় খবর করেন, এটা মহসিনের প্রথম বৈশিষ্ঠ। যখন আপনার সামর্থ্য থাকে, তখন তো দিলেনই; কিন্তু, যখন কষ্টে আছেন, তখনও যদি দান করেন, তাহলে মহসিনের বৈশিষ্ট্য আমার মধ্যে আছে। আবার, রাগকে দমন করাটাও মহসিনের বৈশিষ্ট্য। এটা অন্যতম একটি দিক। এরপর লোকদের ক্ষমা করে দিতে পারাটাও মহসিনের গুণ। এগুলো হলো মহসিনের কাজ। এগুলোর পাশাপাশি যিনি আল্লাহর সব বিধান মেনে ইবাদত করেন, তিনি হলেন মহসিন।