আপনার জিজ্ঞাসা
মানুষের ঈমান মজবুত করতে কী করা উচিত?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৮৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, মানুষের ঈমান মজবুত করতে কী করা উচিত? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মানুষের ঈমান মজবুত করতে কী করা উচিত?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ঈমানকে মজবুত করতে প্রথমত যেটা করতে হয় সেটা হলো, ঈমানের যেই মৌলিক বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করা উচিত। এইগুলো নিয়ে পরিপূর্ণভাবে জানতে হবে। আমরা যদি এসব নিয়ে না জানি তাহলে ঈমান শক্তিশালী হবে না। তাই ঈমানের আরকানগুলো জানতে হবে এবং জানাটা হতে হবে স্পষ্ট। কোনো রকম সন্দেহ যেন না থাকে। কালেমা তাওহীদের যে শর্তগুলো আছে সেগুলো লাগবে। এই শর্তগুলোর ওপর নির্ভর করবে আপনার ঈমান মজবুত হবে কি না। দ্বিতীয়ত হলো, ঈমানকে মজবুত করতে হলে অন্তরের মধ্যে আল্লাহ এবং রাসুল (সা.) এর প্রতি ভালোবাসা দরকার। আল্লাহ ও রাসুল (সা.) এর দেখানো পথে চলা উচিত। তাহলে আমাদের ঈমান শক্ত হবে। তৃতীয়ত, উপলব্ধির সঙ্গে কোরআন পাঠ করতে হবে। কোরআন মানুষের ঈমানকে শক্তিশালী করে তোলে। আমরা তো শুধু পড়ে যাই এভাবে নয়। বুঝে বুঝে অন্তর দিয়ে পড়তে হবে। এরপর সাহাবীদের অবস্থানগুলো জানতে হবে। এসব আমাদের জীবনকে এবং ঈমানকে মজবুত করতে সাহায্য করবে।