আপনার জিজ্ঞাসা
মুনাফিকি কাজ করা আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা কি ঠিক?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯০৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানাডা থেকে সাবরিনা জানতে চেয়েছেন, মুনাফিকি কাজ করা আত্মীয়র সঙ্গে যোগাযোগ করা কি ঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মুনাফিকি কাজ করা আত্মীয়র সঙ্গে যোগাযোগ করা কি ঠিক?
উত্তর : আপনি যদি মনে করেন, ওই ব্যক্তি আপনাদের কাছে আসলে বা উনার সঙ্গে যোগাযোগ রাখলে আপনাদের ক্ষতি হওয়ার আশঙ্কা আছে তখন দূরে থাকতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। এটা না জায়েজ নয়। কিন্তু উত্তম হলো সৌজন্যতা বজায় রাখা। মানে অন্তরে যা থাকার থাক, বাইরে সৌজন্যতা থাকুক। নয়তো আরও ঝামেলা তৈরি হওয়ার আশঙ্কা হবে। শত্রুটা তৈরি হবে এতে করে। শত্রুতা শয়তান সৃষ্টি করে। তাই শয়তানকে সুযোগ না দেওয়াই উত্তম। তাই অন্তরকে পরিছন্ন রেখে সৌজন্যতা রাখলেই হয়। দেখা হলে, খোঁজ খবর নেওয়া এইতো।