আপনার জিজ্ঞাসা
মেয়েরা মৃত বাবা-মায়ের জন্য কী কী দোয়া করতে পারবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ১৬তম পর্বে টেলিফোনের মাধ্যমে ঢাকা থেকে একজন জানতে চেয়েছেন, মেয়েরা মৃত বাবা-মায়ের জন্য কী কী দোয়া করতে পারবে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মেয়েরা মৃত বাবা-মায়ের জন্য কী দোয়া করতে পারবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যদি আপনার বাবা-মা মারা যান, তাহলে আপনি তাঁদের জন্য সব ধরনের দোয়া করতে পারবেন। এর জন্য তো অনেক দোয়া আছে। আল্লাহ তো অনেক দোয়া শিক্ষা দিয়েছেন বাবা-মায়ের জন্য। এসব দোয়া আপনি করতে পারেন। সবটাই জায়েজ আছে। ‘রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা’-এই দোয়া ছাড়াও আরও অনেক দোয়া আছে। এগুলো আপনি পড়তে পারেন। এগুলো শিখে নেওয়ার চেষ্টা করুন।