আপনার জিজ্ঞাসা
মোরাকাবা বলতে কী বোঝায়?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৭৭তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন, মোরাকাবা বলতে কী বোঝায়? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : মোরাকাবা বলতে কী বোঝায়?
উত্তর : ধন্যবাদ আপনাকে। আপনি মোরাকাবা নিয়ে জানতে চাইছেন। মোরাকাবা ব্যাপারটি ইসলামে সুনির্দিষ্ট অর্থে ব্যবহার করা হয়ে থাকে। ইসলাম অনুযায়ী, মোরাকাবা হলো—বান্দা সর্ব অবস্থায় আল্লাহর পর্যবেক্ষণকে নিজের সামনে নিয়ে আসবে। সবসময় মনে করবেন, যে আল্লাহ আমাকে সবসময় দেখছেন, আল্লাহর সামনে আছেন, এর থেকে বের হওয়ার উপায় নেই। সকল ক্ষেত্রে আল্লাহর পর্যবেক্ষণে আছেন বলেই মনে করবেন। এটি এক ধরনের চেতনা। তিনি ইবাদত করবেন আর ভাববেন যে, আল্লাহ তার প্রতিটি কাজ দেখছেন। প্রতিটি কাজ পর্যবেক্ষণ করছেন। এর থেকে এক চুল পরিমাণও সরার উপায় নেই। এটিই ইসলামের দৃষ্টিতে মোরাকাবা।