আপনার জিজ্ঞাসা
যারা নামাজ পড়ে না তাদের জানাজা পড়া যাবে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯২৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে মুস্তাক আহমেদ জানতে চেয়েছেন, যারা নামাজ পড়ে না তাদের জানাজা পড়া যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : যারা নামাজ পড়ে না তাদের জানাজা পড়া বা তাদের বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কি?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যারা একেবারেই সালাত আদায় করে না, পরিপূর্ণ রূপে সালাত থেকে দূরে থাকেন তাদের বাড়িতে দাওয়াত খাওয়া এবং জানাজা পড়া উচিত নয়। এটা নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। কোনো কোনো আলেম তো বলেন যে, এই সমস্ত মানুষের বাড়িতে খাওয়া বা জানাজা পড়া জায়েজই নেই। আবার কেউ কেউ বলেছেন, জায়েজ আছে তবে উচিত নয়। আসলে সালাত মোটেই আদায় না করা হলো কুফরি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এটা নিয়ে দ্বিমতের সুযোগ নেই। এটি প্রমাণিত কুফরি কাজ। তবে মাঝে মধ্যে যে আদায় তার বাড়ি খাওয়া বা জানাজা পড়ার ব্যাপারে সমস্যা নেই। তবে তাদের কাজও এক রকমের কুফরি। তবে তারা পরিপূর্ণ রূপে সালাত ত্যাগ করেনি। শয়তানের কারণে তারা হয়তো অনিয়মিত হয়ে গেছেন। তাই তাদের বাড়িতে দাওয়াত খেতে পারেন। তাকে যদি সালাতের জন্য নসিয়ত করেন তাহলে সমস্যা নেই। বরং সালাতের জন্য পরামর্শ দেওয়া ভালো দিক।