আপনার জিজ্ঞাসা
রমজানে দ্রব্যমূল্য বাড়ানো নিয়ে ইসলাম কী বলে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের দ্বিতীয় পর্বে টেলিফোনের মাধ্যমে সাভার থেকে টুটুল নামের একজন জানতে চেয়েছেন, রমজানে দ্রব্যমূল্য বাড়ানো নিয়ে ইসলাম কী বলে? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : প্রতি বছর রমজান মাস এলে জিনিসপত্রের দাম বাড়ে। এটা কি সঠিক? এ বিষয়ে ইসলাম কী বলে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এ প্রশ্নের জন্য আমাদের জানতে হবে যে, এটা ইচ্ছাকৃতভাবে করা কি না। যদি ইচ্ছাকৃত হয়, যেমন—রমজান মাসে ক্রেতা বেশি থাকে বা দ্রব্য বেশি থাকলেও সুযোগ নেওয়ার জন্য বাড়ানো হয়, তাহলে সেটা অবশ্যই জায়েজ নয়। তবে যৌক্তিক কারণ হলে ভিন্ন কথা। যেমন—উৎপাদন কম, জিনিসপত্র আনতে সমস্যা হয় বা সংকট দেখা দেখা, তখন যদি মূল্য বাড়ানো হয়, সেটা নাজায়েজ নয়। কিন্তু, আমাদের সমাজে অনেকে ইচ্ছাকৃত দাম বাড়ান। দেখা যায়, গুদামজাত করে পরে ছাড়েন এবং দাম বাড়ান। এগুলো জায়েজ নয়। এ ধরনের কাজ কেউ করলে অবশ্যই তিনি গুনাহগার হবেন। রাসুল (সা.) এ ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত দাম বাড়াবে, সে অভিশপ্ত ব্যক্তি।