আপনার জিজ্ঞাসা
রমজান মাসে কোনো বিশেষ আমল আছে কি?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের পঞ্চম পর্বে টেলিফোনের মাধ্যমে জামালপুর থেকে একজন জানতে চেয়েছেন, রমজান মাসে কোনো বিশেষ আমল আছে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রমজান মাসে কোনো বিশেষ আমল আছে কি? যদি থাকে আমাদের বলুন, যাতে আমরা বেশি বেশি করতে পারি। গুনাহ মাফের জন্য করতে পারি।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রমজান মাসের বিশেষ আমল হলো দুটি। একটি হলো—লাইলাতুল কদর। আরেকটি হলো—ইতিকাফ। চেষ্টা করুন এ দুটি আমল করতে। লাইলাতুল কদর ও ইতকাফ দুটি জড়িত। একই করার চেষ্টা করলে আরেকটিও পারবেন। আপনি যদি ইতিকাফ করেন, তাহলে লাইলাতুল কদরও করে ফেলতে পারবেন। সুতরাং আপনি চেষ্টা করুন, দুটির মধ্যে একটি অন্তত ধরতে। তাহলে অবশ্যই আপনার আশা পূরণ হবে।