আপনার জিজ্ঞাসা
রাসুল (সা.)-এর পক্ষ থেকে কোরবানি করা যায়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৭০তম পর্বে ই-মেইলের মাধ্যমে আফরোজা খানম জানতে চেয়েছেন, রাসুল (সা.)-এর পক্ষ থেকে কোরবানি করা যায় কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রাসুল (সা.)-এর পক্ষ থেকে কোরবানি করা যায় কি? অনেকেই শুনি রাসুল (সা.)-এর পক্ষ থেকে কোরবানি করেন।
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। রাসুল (সা.)-এর পক্ষ থেকে কোরবানি করার নিয়ম সুন্নাহসম্মত নয়, অথবা সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। রাসুল (সা.) তো কোরবানির বিধান আমাদের জানিয়েছেন। সুতরাং এ কাজের সওয়াব তো তিনি পাবেনই। কারণ, তিনি আমাদের পথ দেখিয়েছেন। এর ফজিলত তিনি এমনিতেই পাবেন। তাই রাসুল (সা.)-এর পক্ষ থেকে কোরবানি করার দরকার নেই। আমাদের সমাজে এটা দেখা যায়। উত্তম হচ্ছে—এটা না করা। আবেগতাড়িত হয়ে এটা করা ঠিক নয়। বেশি আবেগ থেকে মানুষের বিচ্যুতি হয়। তাই, রাসুল (সা.)-এর পক্ষ থেকে কোরবানি না করাই সুন্নাহসম্মত।