আপনার জিজ্ঞাসা
রাসুল (সা.)-এর প্রিয় খাবার কী ছিল?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৩৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা থেকে আনোয়ার হোসেন জানতে চেয়েছেন রাসুল (সা.)-এর প্রিয় খাবার কী ছিল? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের প্রিয় নবী রাসুল (সা.)-এর প্রিয় খাবার কী কী ছিল?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি জানতে চেয়েছেন রাসুল (সা.)-এর প্রিয় খাবার কোনগুলো ছিল। এখানে প্রিয় বলতে যেটি বেশি আগ্রহ নিয়ে খাওয়া হতো সেটি নিয়ে বললে—আল্লাহর রাসুল (সা.)-এর পছন্দের খাবার ছিল মিষ্টি জাতীয় খাবার। মিষ্টি জাতীয় খাবার খেতে আমাদের নবী পছন্দ করতেন। যেমন—মধু। আমরা জানি কোরআনে আছে, মধু অনেক কিছু থেকে আরোগ্য লাভ করতে সাহায্য করে। বিভিন্ন হাদিস অনুযায়ী, রাসুল (সা.) লাউ খেতেন, ছাগলের মাংস খেয়েছেন। এ ছাড়া আরেকটি খাবার তিনি খেতেন, যেটি রুটির ওপর হালকা একটু মাংস দিয়ে করা হতো। এটাকে সারিব বলা হতো। তিনি হাইজ খেতেন। শিরকা রুটি দিয়েও খেয়েছেন রাসুল (সা.)। রাসুল (সা.) কোনো খাবারের ত্রুটি কখনও বর্ণনা করেননি।