আপনার জিজ্ঞাসা
রাসুল (সা.) কখন কখন খাবার খেতেন?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮২৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল থেকে নাজমুল হোসেন জানতে চেয়েছেন, রাসুল (সা.) কখন কখন খাবার গ্রহণ করতেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রাসুল (সা.)-এর খাদ্য গ্রহণের সময় নিয়ে জানতে চাই আমি। রাসুল (সা.) কখন কখন খাবার গ্রহণ করতেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাসুল (সা.) যে যুগে এসেছিলেন ওই যুগে আরবরা খাবার গ্রহণ করত দুপুরের সময়। এই সময়টি তখন খাবার গ্রহণের জন্য খুব পরিচিত ছিল। রাসুল (সা.) ওই সময়ই দুপুরের খাবার গ্রহণ করতেন। রাসুল (সা.) দুপুরে যে খাবার খেতেন সেটা খুব অল্প পরিমাণে। আর রাতের খাবার আরবরা খেতেন সন্ধ্যার পরপর। মানে সূর্য ডুবে যাওয়ার পরপরই খেত। রাসুল (সা.) অধিক রাত করে খেতেন না। আমরা যেমন খাবার খেতে দেরি করি তাঁরা তেমনটা করতেন না। রাসুল (সা.) দিন ও রাতের খাবার দেরি করে খেতেন না। রাসুল (সা.) দুটি বিষয়কে অগ্রাধিকারকে দিতেন। একটি হলো ক্ষুধা থাকলে তিনি খেতেন, নাহলে তিনি খেতেন না। অতিরিক্ত খাবার খেতেন না। অতিরিক্ত কিছু শরীরের জন্যও ভালো না। দ্বিতীয়ত, রাসুল (সা.) রাতে সালাত আদায় করতেন। বিশেষ করে এশার পর তিনি অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করতেন না। মানে এশা পড়ে ঘুমিয়ে পড়তেন। তাই এশার আগেই খেয়ে নিতেন। আর রোজার সময়ে তিনি সেহরি করতেন শেষ সময়ে। ইফতার করতেন সময় মতো। মানে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে। এই থেকে বুঝতে হবে, রাসুল (সা.) সময়ের কাজ সময়ে করতেন। উনার সবকিছুই ছিল সুশৃঙ্খল। প্রয়োজনের অতিরিক্ত তিনি গ্রহণ করতেন না।