আপনার জিজ্ঞাসা
রাসুল (সা.) কোন জাতের খেজুর খেতেন?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৭৩তম পর্বে ই-মেইলের মাধ্যমে আবু ওয়ালিদ জানতে চেয়েছেন, রাসুল (সা.) কোন জাতের খেজুর খেতেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রাসুল (সা.) কোন জাতের খেজুর খেতেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রাসুল (সা.) এর সময়কালে আজোয়া নামের খেজুরের নাম উল্লেখ পাওয়া যায়। কিন্তু মরিয়াম নামে কোনো খেজুরের উল্লেখ ছিল না। আমাদের সময়ে মাবরুম নামে এক জাতের খেজুর পরিচিত। এটিকেই হয়তো মরিয়াম বলছে মানুষ। এটি রাসুল (সা.) এর সময় মদিনায় ছিল। তাই বলব, মদিনায় যেহেতু রাসুল (সা.) ছিলেন সেহেতু খাওয়াটা স্বাভাবিক। তবে কোরআনে এটা নিয়ে কোনো কথা আসেনি। কোরআনে আজোয়ার কথাই এসেছে। তবে দুটোই খেয়েছেন বলে মনে করা হচ্ছে। কারণ মদিনার প্রসিদ্ধ খেজুর হলো মুবরুম।