আপনার জিজ্ঞাসা
রোজায় মাইকে সারা রাত কোরআন পড়া হয়, এটা কি ঠিক?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
রমজান উপলক্ষ্যে আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের দশম পর্বে টেলিফোনের মাধ্যমে কুমিল্লা থেকে শহীদুল ইসলাম জানতে চেয়েছেন, রোজায় মাইকে সারা রাত কোরআন পড়া হয়। এটা কি ঠিক? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আমাদের এলাকায় রোজায় মাইকে সারা রাত কোরআন পড়া হয়। এটা কি ঠিক? দিনেও মাইকে কোরআন খতম করা হয়। এ রীতি কি ঠিক আছে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। রোজার মাসে সারা দিনব্যাপী কিংবা রাতব্যাপী মাইকে কোরআন খতম করার বিষয়টি সঠিক নয়। এটি সুন্নাহসম্মত নয়। যাঁরা করছেন, তাঁরা নিজেরা নিয়ম বানিয়ে করছেন। এটি হলো একটি ইবাদত। এটি তো আমাদের ইচ্ছামতো হবে না। আমাদের জানতে হবে, এটি ইবাদতের বিষয়, এর বিধি আছে। এর বিধানগুলো জানতে হবে। এখানে আপনি মাইকে কেন পড়ছেন? এটার কারণটা কি? মানুষকে শোনানোর জন্য মাইকে পড়ছেন? এটা তো সুন্নাহসম্মত নয়। এসব আমাদের ভালো করে জানতে হবে। এটা ইবাদত, তাই এ ইবাদত করতে হলে এর নিয়মাবলি জানতে হবে আপনাকে।