আপনার জিজ্ঞাসা
রোজা রেখে অবাঞ্ছিত লোম কাটা কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। শরীফ বায়জীদ মাহমুদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ ষষ্ঠ পর্বে রোজা রেখে শরীরের অবাঞ্ছিত লোম কাটা যাবে কি না, সে বিষয়ে টেলিফোনে জানতে চেয়েছেন একজন দর্শক। অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : রোজা রেখে হাতের নখ বা শরীরের অবাঞ্ছিত লোমগুলো কি কাটা যাবে?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। সিয়ামরত অবস্থায় কেউ যদি হাতের নখ কাটেন বা অবাঞ্ছিত লোমগুলো কাটেন, তাহলে তাঁর সিয়াম নষ্ট হবে না। এটা জায়েজ রয়েছে। এটি মাকরুহ হবে না। সিয়ামের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। পরিচ্ছন্নতার জন্য এটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক হয়ে যায়। উত্তম হলো, এগুলো কেটে নেওয়া। এখানে না জায়েজের কিছু নেই। বিশ্বদ্ধ বক্তব্য হলো, রোজা থাকা অবস্থায় কাটা যাবে।