আপনার জিজ্ঞাসা
শপথ ভাঙার কাফফারা কী?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯৮৪তম পর্বে ই-মেইলের মাধ্যমে নাসরিন জান্নাত জানতে চেয়েছেন, আল্লাহর নামে শপথ করে ভঙ্গ করলে কী কাফফারা দেব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আল্লাহর নামে শপথ করে ভঙ্গ করলে কী কাফফারা দেব?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আল্লাহর নামে কেউ যদি শপথ করেন এবং সেটা যদি ভঙ্গ করেন তাহলে এর জন্য কাফফারা দিতে হবে। এই শপথ ভঙ্গ করার কাফফারা হলো, ১০ জন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করা। খাবারের মান আমরা যে স্বাভাবিক খাবার নিয়মিত খাই সেটা। মানে একেবারে হাই ক্লাসের খাবার যে দিতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আল্লাহ বলেছেন, ‘তোমরা তোমাদের পরিবারের সঙ্গে যেটা খাও সেটাই ব্যবস্থা করে দাও।’ যদি খাবার দিতে না পারেন তাহলে তিনি ১০জন মিসকিনকে পোশাক কিনে দেবেন। এই দুটিও যে পারবে না, সে টানা তিনদিন সিয়াম পালন করে দেবেন। তাহলে এই কাফফারা আদায় হয়ে যাবে।