আপনার জিজ্ঞাস
শবে কদরে রাসুল (সা.) কী কী আমল করতেন?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার রমজানের বিশেষ আয়োজনের ১৮ম পর্বে টেলিফোনের মাধ্যমে একজন জানতে চেয়েছেন, শবে কদরে রাসুল (সা.) কী কী আমল করতেন? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শবে কদরে রাসুল (সা.) কী আমল করতেন?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রথম কথা হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদরের বিশেষ বা আলাদা কোনো নির্দিষ্ট সালাত নেই। লাইলাতুল কদর পাওয়ার জন্য রাসুল (সা.) যে কাজটি করতে সেটা হলো, তিনি রাত জাগতেন। এক হাদিসে আছে, রাসুল (সা.) পুরো রাতই জাগতেন, রাত জেগে তিনি নফল নামাজ পড়তেন, নফল ইবাদত করতেন। তাই এই রাতে জেগে থেকে নফল ইবাদত করতে পারেন, কোরআন তেলওয়াতও করতে পারেন। আসলে কি করবেন এই রাতে সেটা রাসুল (সা.) আমাদের বলে দিয়ে গেছেন। রাসুল (সা.) শবে কদর পেয়ে গেলে দোয়া করতে বলেছেন। এখানে অনেকে অসুস্থতার জন্য সালাত আদায় করতে পারেন না আবার নারীদেরও সমস্যা থাকে। তাই দোয়া পড়ার কথা বলেছেন। এটি প্রকৃত আমল। দোয়াটি বইতে পাবেন দেখে নেওয়ার চেষ্টা করবেন। এখানে দোয়াটাই মুখ্য। রাত জেগে নফল ইবাদত করতে পারেন।