আপনার জিজ্ঞাসা
শরিয়তের সব বিধানই কি জিকির?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৮৪২তম পর্বে ই-মেইলের মাধ্যমে আতাউর রহমান জানতে চেয়েছেন, শরিয়তের সব বিধানই কি জিকির? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শরিয়তের সব বিধানই কি জিকির?
উত্তর : ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জিকির তিন প্রকার। একটি হচ্ছে আমলের মাধ্যমে জিকির। দ্বিতীয়ত হলো, মুখের মাধ্যমে জিকির। আর তৃতীয়ত হলো, অন্তরের মাধ্যমে জিকির। সুতরাং শরিয়তের সব বিধানই জিকির। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এটি হলো আল্লাহর বিধানের পুরোপুরি আনুগত্য হওয়া। আল্লাহতায়ালা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা অধিক পরিমাণে জিকির করো। এখানে মৌখিক জিকিরকেই বেশি ইঙ্গিত দেওয়া হয়েছে। আপনি নিজেও মৌখিক জিকিরের ইঙ্গিত দিয়েছেন। এটি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ বিষয়। রাসুল (সা.) বলেছেন, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে। মুখের জিকির অনেক গুরুত্বপূর্ণ। এটি করা উচিত আমাদের সবার।