আপনার জিজ্ঞাসা
শরীর বন্ধ করার জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৯০৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে কানাডা থেকে সাবরিনা জানতে চেয়েছেন, শরীর বন্ধ করার জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : শরীর বন্ধ করার জন্য তাবিজ ব্যবহার করা যাবে কি?
উত্তর : শরীর বন্ধ কিংবা যে কোনো প্রভাব থেকে রক্ষা করার নামে কোনো তাবিজ ব্যবহার করা যাবে না। এখানে রাসুল (সা.) এর কিছু পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করুন। রাসুল (সা.) আমাদের কোথাও বলেননি তাবিজ ব্যবহার করতে। মানে আপনি তাবিজ দেওয়া মানে উল্টো শয়তানের খপ্পরে পড়ে গেলেন। তাবিজ সম্পর্কে রাসুল (সা.) স্পষ্ট বলেছেন, এইগুলো শিরক। যে কোনো আলেমের সঙ্গে কথা বলে বিভিন্ন সুরা পড়ার নিয়ম জেনে নিতে পারেন। বিভিন্ন সুরা পড়ে নিজেকে নিরাপদ রাখতে পারেন। যেমন—আয়াতুল কুরসি, সুরা বাকারার শেষ অংশসহ এমন অনেক সুরা আছে পড়তে পারেন। সকাল-সন্ধ্যায় এইগুলো পড়তে পারেন।